উপজেলা নির্বাচন অফিস
ও
উপজেলা সার্ভার ষ্টেশন, হরিণাকুন্ডু, ঝিনাইদহ
অফিস পরিচিতিঃ
২০১৩ সালে উপজেলা সার্ভার স্টেশন, হরিণাকুন্ডু, ঝিনাইদহ নামে উপজেলা নির্বাচন অফিসটির নতুন নাম করন করে স্থাপিত হয়। এটি একটি ২(দু্ই) তলা ভিত বিশিষ্ট পাকা ভবন। বর্তমানে এটি উপজেলা সার্ভার স্টেশনব্যবহৃত হচ্ছে। এই অফিসটির অবস্থান উপজেলা প্রশাসন, হরিণাকুন্ডে অবস্থিত।
অফিস প্রধানঃ উপজেলা নির্বাচন অফিসার
অফিসের সাধারণ কার্যাবলীঃ
সকল স্থানীয় সাধারণ নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন, জাতীয় ও পরিচয়পত্র প্রস্তুত, সংশোধন ও বিতরণ, ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী মালামাল সংরক্ষণ ও ব্যবহার এবং অন্যান্য কার্যাবলী সম্পাদন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS