Wellcome to National Portal
Main Comtent Skiped

Transfer Form (Form-13)

ভোটার এলাকা স্থানান্তর করতে প্রয়োজনীয় কাগজপত্রাদি

 

আবেদনকারীকে অবশ্যই স্ব-শরীরে হাজির হয়ে আবেদন জমা দিতে হবে


০১। স্থান পরিবর্তন আবেদন ফরম-১৩ (ফরম এর ২য় পাতায় স্থানীয় জন-প্রতিনিধির জাতীয় পরিচয়পত্রের নম্বর ও সীলসহ স্বাক্ষর)

০২। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

০৩। স্থায়ীভাবে বসবাস এর প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান প্রত্যয়নপত্রের মূলকপি

০৪। বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি

০৫। পৌরকর/ইউপি ট্যাক্স রশিদ ফটোকপি

০৬। নাগরিক সনদ (মুলকপি)

০৭। বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামা ও স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি

০৮। পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি (পিতার ঠিকানায় ভোটার স্থানান্তর করতে চাইলে)

১০। কাজী কর্তৃক প্রদত্ত তালাকনামা/স্বামী-স্ত্রীর মৃত্যু সনদ/সন্তানের জন্ম সনদ/জমির দলিলাদির কপি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)