Wellcome to National Portal
Main Comtent Skiped

New Voter Application Form (Form-2)

ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি


(যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৮ খ্রি. বা তার পূর্বে তাহারা আবেদন করবেন)

(বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানায় ভোটার হতে হবে)



নতুন ভোটার আবেদন ফরম সংযুক্তিতে প্রদান করা হয়েছে তবে অনলাইনে আবেদন করতে হবে।


বিন্দু (∙) চিহ্ণিতগুলি অবশ্যই সংযুক্ত/পূরণ করতে হবে।

০১।  নিবন্ধন ফরম (ফরম-২) (অনলাইনে আবেদন করতে হবে) উল্লেখ্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

০২।  ফরম-১১ (ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন)

০৩।  ১৭ অংকের অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।

০৪।  পি. এস.সি/জে.এস.সি/ এস.এস.সি. সনদের ফটোকপি (যদি থাকে)

০৫।  পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (পিতা ও মাতা মৃত হলে মৃত্যু সনদ)

0৬।  পৌরকর/চৌকিদার ট্যাক্সের রশিদ ও বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি  (সম্প্রতি পরিশোধকৃত)

০৭।  পুর্বে ভোটার হয়নি এই মর্মে ব্যক্তির অঙ্গীকারনামা (পৌরসভা/ ইউনিয়ন  পরিষদের প্যাডে স্মারক নম্বর ও তারিখসহ চেয়ারম্যান প্রত্যয়ন)

০৮।  নাগরিক সনদপত্রের মুলকপি

০৯।  রক্তের গ্রুপ পরীক্ষার কপি

১০।  সনাক্তকারীর (পিতা/মাতা/ভাই/বোন/স্বামী/স্ত্রী) এনআইডি নম্বর ও স্বাক্ষর (2 নং ফরম ৩৪ ও ৩৫ ক্রমিকে)

১১।  যাচাইকারী হিসেবে স্হানীয় চেয়ারম্যান/মেম্বরের নাম, জাতীয় পরিচয়পত্র  নম্বর ও সীলসহ স্বাক্ষর (2 নং ফরম ৪০, ৪১ ও ৪২ ক্রমিকে)


১২। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য  ক্ষেত্রে কাবিননামা অথবা সন্তানের জন্ম নিবন্ধন)

১৩।  ভাই/বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

১৪।  পাসপোর্ট-এর সত্যায়িত রঙিন ও স্পস্ট ফটোকপি (প্রবাসীদের ক্ষেত্রে) নিবন্ধনকালীন মুল কপি প্রদর্শন করতে হবে ভিসার কপি  এবং আগমন ও বহিগমনের তারিখ ও সীলমোহর থাকতে হবে(প্রযোজ্য ক্ষেত্রে)