Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা কার্যক্রম

 

নতুন ভোটার সম্পর্কিত সকল তথ্যঃ

১. অনলাইন থেকে 2 নং ফরম পূরন।

২. ফরমের যাচাইকারী অপশনে চেয়ারম্যান/মেম্বর/ কাউন্সিলর/মেয়র/ জনপ্রতিনিধি আইডি নং সহ স্বাক্ষর সিল করতে হবে।

৩. শনাক্তকারীর অপশনে নিজ পিতা/মাতা/ভ্রাতা/চাচা বা গার্জিয়ান কর্তৃক শনাক্ত করতে হবে আইডি নং সহ স্বাক্ষর সিল করতে হবে।

জাতীয় পরিচয়পত্র হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি, আপনার জন্ম তারিখ যদি ০১-০১-২০০৮  বা তার পূর্বে হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে online এ ফরম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-

ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি

(যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৮ খ্রি. বা তার পূর্বে তাহারা আবেদন করবেন)

(বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানায় ভোটার হতে হবে)


০১।  নিবন্ধন ফরম (ফরম-২) (অনলাইনে আবেদন করতে হবে) উল্লেখ্য ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

∙০২।  ফরম-১১ (ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির আবেদন)

∙০৩।  ১৭ অংকের অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।

∙০৪।  পি. এস.সি/জে.এস.সি/ এস.এস.সি. সনদের ফটোকপি (যদি থাকে)

∙০৫।  পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (পিতা ও মাতা মৃত হলে মৃত্যু সনদ)

∙0৬।  পৌরকর/চৌকিদার ট্যাক্সের রশিদ ও বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি  (সম্প্রতি পরিশোধকৃত)

∙০৭।  পুর্বে ভোটার হয়নি এই মর্মে ব্যক্তির অঙ্গীকারনামা (পৌরসভা/ ইউনিয়ন  পরিষদের প্যাডে স্মারক নম্বর ও তারিখসহ চেয়ারম্যান প্রত্যয়ন)

∙০৮।  নাগরিক সনদপত্রের মুলকপি

∙০৯।  রক্তের গ্রুপ পরীক্ষার কপি

∙১০।  সনাক্তকারীর (পিতা/মাতা/ভাই/বোন/স্বামী/স্ত্রী) এনআইডি নম্বর ও স্বাক্ষর 

(2 নং ফরম ৩৪ ও ৩৫ ক্রমিকে)

∙১১।  যাচাইকারী হিসেবে স্হানীয় চেয়ারম্যান/মেম্বরের নাম, জাতীয় পরিচয়পত্র  নম্বর ও সীলসহ স্বাক্ষর (2 নং ফরম ৪০, ৪১ ও ৪২ ক্রমিকে)

১২। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য  ক্ষেত্রে কাবিননামা অথবা সন্তানের জন্ম নিবন্ধন)

১৩।  ভাই/বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

১৪।  পাসপোর্ট-এর সত্যায়িত রঙিন ও স্পস্ট ফটোকপি (প্রবাসীদের ক্ষেত্রে) নিবন্ধনকালীন মুল কপি প্রদর্শন করতে হবে ভিসার কপি  এবং আগমন ও বহিগমনের তারিখ ও সীলমোহর থাকতে হবে(প্রযোজ্য ক্ষেত্রে)


ঠিকানা পরিবর্তন সম্পর্কিত সকল তথ্যঃ

১. ভোটার আইডি কার্ডের ফটোকপি।

২. নাগরিক সনদ (৩ মাসের মধ্যে ইস্যূকৃত)

৩. বিদ্যুৎ বিলের কপি।

৪. ট্র্যাক্সের রশিদ।

৫. ১৩ নং ফরম পূরন কৃত ২য় পাতায় চেয়ারম্যান/মেম্বর/ কাউন্সিলর/মেয়র/ জনপ্রতিনিধি আইডি নং সহ স্বাক্ষর সিল করতে হবে।